جاري تحميل ... مدونة نور الدين رياضي للعمل السياسي والنقابي والحقوقي

أخبار عاجلة

إعلان في أعلي التدوينة

احتجاجات تحالف اليسار في البنغلاديش বাম জোটের সমাবেশ-বিক্ষোভ Left alliance rally-protest

 বাম জোটের সমাবেশ-বিক্ষোভ

‘নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ছাড়া সংকটের সমাধান নেই’
৪ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ
বাম গণতান্ত্রিক জোট আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান রাজনৈতিক সংকট দূর করতে, সংঘাতের হাত থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের রূপরেখা নিয়ে আলোচনা শুরু করতে হবে। এছাড়া একতরফা নির্বাচনের প্রচেষ্টা দেশকে আরো সংঘাতের দিকে ঠেলে দিবে। এধরনের পরিস্থিতিতে দেশি-বিদেশি আধিপত্যবাদী অপশক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে। নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ছাড়া সংকটের সমাধান নেই।
নেতৃবৃন্দ বিরোধী দলের সভা সমাবেশে হামলা-মামলা ও অহেতুক নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বলেন, জনগণের কন্ঠরোধের এধরনের অপচেষ্টা করে কেউ অতীতে ক্ষমতায় থাকতে পারেনি; এ সরকারও পারবে না।
নেতৃবৃন্দ বলেন, জনজীবনে নাভিশ্বাস। নিত্যপণ্যের মূল্যে কোন নিয়ন্ত্রণ নেই। জনগণকে অসহায় করে লুটেরারা পকেট ভারী করছে। সরকারের উন্নয়নের গল্প সাধারণ মানুষের কাছে ফানুস এ পরিণত হচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে চলমান আওয়ামী সরকারের দুঃশাসনের অবসানের সাথে ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, সরকার যেনতেন প্রকারে আরেকটি নির্বাচন পার করাতে চায়। জনগণের দাবি উপেক্ষা করে এধরনের অপচেষ্টার ফল শুভ হবে না। এধরনের অপচেষ্টা রুখতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে রাজপথে সংগ্রামে শরিক হয়ে গণআন্দোলন, গণসংগ্রাম গড়ে তুলতে হবে।
নেতৃবৃন্দ রাজনৈতিক সহিংসতায় সাধারন মানুষ, পুলিশ, সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর সাথে জড়িতদের শাস্তি দাবি করেন। নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য কারোর মৃত্যু কাম্য নয়। অথচ পাল্টাপাল্টির নীতিহীন রাজনীতি মানুষের জীবন কেড়ে নিচ্ছে।
বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী সমাবেশ বিক্ষোভে আজ ৩০ অক্টোবর ২০২৩ বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জোটের সমন্বয়ক বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেনর প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহিদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। সমাবেশ পরিচালনা করেন সিপিবির সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এই সংকটে একাত্তরের ঘাতক জামাত, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিদেশি আধিপত্যবাদী শক্তি নানা ধরনের অপতৎপরতা চালানোর সুযোগ নিচ্ছে। ক্ষমতাসীন দল ও শুধুমাত্র ক্ষমতাশ্রয়ী রাজনৈতিক গোষ্ঠীর মদদে তারা এই অপতৎপরতার সুযোগ পাচ্ছে। নেতৃবৃন্দ নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক শক্তির পতাকাতলে সমবেত হয়ে আওয়ামী দুঃশাসনের অবসানে গণআন্দোলন গড়ে তুলতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানান।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ জনমত উপেক্ষা করে একতরফা নির্বাচনের ঘোষণা না দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। জনগণের দাবি উপেক্ষা করে একতরফা নির্বাচনের ঘোষণা দিলে দেশব্যাপী নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এবং ৪ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ সংগঠিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
সমাবেশ থেকে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ৪ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে এসে শেষ হয়।
৩০ অক্টোবর ২০২৩
احتجاجات تحالف اليسار في البنغلاديش
"لا حل للأزمة دون انتخابات تحت رقابة مستقلة"
احتجاجات على الصعيد الوطني في 4 نوفمبر
قال قادة في التجمع الذي نظمه تحالف اليسار الديمقراطي، إنه يجب على الحكومة الحالية الاستقالة والبدء في مناقشة حكومة الرقابة المحايدة المستقلة للتخفيف من الأزمة السياسية الحالية، وإنقاذ البلاد وشعبها من الصراع. علاوة على ذلك، ستدفع الجهود الانتخابية ذات الجانب الأحادي بالبلاد نحو المزيد من الصراع. في مثل هذه الحالات، ستحصل القوى الشريرة المهيمنة المحلية والأجنبية على فرصة للهجوم. ولا حل للأزمة دون إجراء انتخابات في ظل حكومة رقابية غير حزبية.
واحتج القادة على حالات الاعتداء والاعتقالات العشوائية لقادة اجتماعات حزب المعارضة، وقالوا إنه لا يمكن لأحد البقاء في السلطة كما في الماضي من خلال القيام بمثل هذه المحاولة لحجب صوت الشعب؛ وهذه الحكومة لا تستطيع ذلك أيضاً.
قال القادة، لا ثقة في الحياة العامة. لا رقابة على أسعار المنتجات اليومية. اللصوص يثقلون جيوبهم بجعل الناس عاجزين. قصة تطور الحكومة تتحول إلى فانوس لعامة الشعب. للتخلص من هذا الوضع صراع تغيير النظام مع انتهاء حكم حكومة العوامي السيئ المستمر.
وقال القادة، إن الحكومة تريد تمرير انتخابات أخرى بهذه الطريقة. تتجاهل مطالب الشعب هذا النوع من الانتهاكات لن يكون جيدا لمنع مثل هذه الانتهاكات والتجاوزات، يجب على الأشخاص من مختلف المهن الانضمام إلى النضال وبناء حركة جماهيرية في الشوارع.
ويعرب القادة عن قلقهم من قتل عامة الناس والشرطة والصحفيين في العنف السياسي مطالبين بمعاقبة المتورطين من خلال تحقيق محايد. قال القادة، لا يوجد موت أحد مرغوب فيه لاستعادة المصلحة السياسية.
احتجاجا على القمع على قادة المعارضة والعمال، ترأست الجمعية الوطنية لتحالف اليسار الديمقراطي المطالبة بالانتخاب تحت إشراف حكومة محايدة مستقلة برئاسة التجمع الذي عقد أمام نادي الصحافة الوطني اليوم 30 أكتوبر 2023 في الساعة 4.30 بعد الظهر، منسق التحالف، الأمين العام للعصبة الشيوعية الثورية إقبال كبير ج. الأمين العام للحزب الشيوعي البنغلاديشي (CPB)، روهين حسينور الأمير، الأمين العام للحزب الاشتراكي البنغلاديشي(باسد) باجلور رشيد فيروز، منسق باساد (MARXBAD)، مسعود رنا، زعيم الحزب الثوري الديمقراطي شهيد الإسلام سابوج، الرئيس التنفيذي للحزب الاشتلاكي عبد العالي. أدير التجمع من قبل انور حسين رضا
وقال قادة في التجمع إن واحد وسبعين جماعة قاتلة، بما في ذلك الولايات المتحدة بما في ذلك قوات متفوقة أجنبية تستغل أشكال مختلفة من التعاسة. بمساعدة الأحزاب العاجزة والجماعات السياسية العاجزة فقط تحصل على فرصة هذا العار. يتحد القادة تحت راية السلطة الديمقراطية اليسارية الأخلاقية ويحثون أبناء الوطن الواعين على بناء حركة جماهيري في نهاية حكم عوامي السيء.
قادة التجمع يحثون مفوضية الانتخابات على عدم إعلان الانتخابات من جانب واحد بتجاهل الرأي العام. حث أبناء الوطن على تنظيم احتجاجات على مستوى الوطن أمام مكتب مفوضية الانتخابات وفي 4 نوفمبر، متجاهلين مطالب الجمهور.
استقالة الحكومة من التجمع، والمطالبة بالانتخاب تحت إشراف حكومة محايدة مستقلة يتم الإعلان عنها في 4 نوفمبر. في نهاية التجمع، اختتم موكب احتجاجي في بالتون يقاطع مختلف الطرق في العاصمة.
30 أكتوبر 2020

 Left alliance rally-protest

"There is no solution to the crisis without elections under a non-partisan oversight government."

Nationwide protests on November 4

Leaders in the gathering organized by the Left Democratic Alliance said that to eliminate the current political crisis, to save the country and its people from the conflict, the current government should resign and start discussions on the outline of a non-partisan, neutral oversight government during the election. Besides, one-sided election efforts will push the country towards more conflict. In such a situation, domestic and foreign hegemonic evil powers will get a chance to attack. There is no solution to the crisis without elections under a non-partisan oversight government.

The leaders protested the attack-cases and unnecessary arrests of the leaders in the meetings of the opposition party and said that no one could stay in power in the past by making such an attempt to block the voice of the people; This government can't either.

The leaders said, Nabishwam in public life. There is no control over the prices of daily commodities. Looters are making their pockets heavy by making the people helpless. The development story of the government is becoming a lantern for the common people. To get rid of this situation, the struggle to change the system must be advanced with the end of the ongoing misrule of the Awami government.

The leaders said that the government wants to pass another election in a variety of ways. Ignoring the demands of the people, such efforts will not yield good results. People of different classes and occupations should participate in the struggle on the streets and build a mass movement and a mass struggle to stop such abuses.

The leaders expressed concern about the deaths of ordinary people, policemen and journalists in political violence and demanded the punishment of those involved through an impartial investigation. The leaders said that no one should die to save political interests. But the unprincipled politics of counter-revolution is taking away people's lives.

General Secretary of Revolutionary Communist League Iqbal Kabir Zahid presided over the rally held in front of the National Press Club on October 30, 2023 at 4:30 pm today, October 30, 2023. General Secretary of Communist Party of Bangladesh (CPB) Ruhin Hossain Prince, General Secretary of Bangladesh Samajtantrik Dal (BASD) Bajlur Rashid Feroze, Coordinator of BASD (Marxist) Masud Rana, Leader of Democratic Revolutionary Party Shahidul Islam Sabuj, Samajtantrik Party Executive President Abdul Ali. CPB Secretary Adv. Anwar Hossain Reza.

The leaders in the gathering said that in this crisis, the 1971 Khatak Jamaat, foreign hegemonic powers including the United States are taking the opportunity to carry out various types of mischief. With the help of the ruling party and only powerful political groups, they are getting this opportunity for inaction. The leaders gathered under the banner of the principled left democratic forces and called on the conscious countrymen to build a mass movement to end the Awami misrule.

Leaders from the rally urged the Election Commission not to announce unilateral elections ignoring public opinion. When the one-sided elections were announced ignoring the demands of the people, the countrymen were called to organize nationwide protests in front of the Election Commission office and on November 4.

A nationwide protest program was announced on November 4, demanding the government's resignation from the assembly, elections under a non-partisan, impartial oversight government by dissolving the parliament. After the rally, a protest march circled the various roads of the capital and ended at Paltan intersection.

30 October 2023






ليست هناك تعليقات:

إرسال تعليق

إعلان في أسفل التدوينة

إتصل بنا

نموذج الاتصال

الاسم

بريد إلكتروني *

رسالة *